শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে চলতি বোরো মৌসুমে বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ১০মে বিকালে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে উদ্বোধন করেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার, সহকারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বি, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খানসহ স্থানীয় আ'লীগ নেত কর্মী'রা উপস্থিত ছিলেন ।

জানা গেছে, উপজেলায় চলতি বোরো মৌসুমে প্রতি কেজি চাল ৪৪ টাকা দরে ৮৮৩ মেট্রিকটন এবং ধান প্রতি ৩০ টাকা দরে ১১৭৭ মেট্রিকটন,গম ৩৫ টাকা দরে ৫০ মেট্রিকটন সংগ্রহ নির্ধারিত করা হয়েছে।

(এসপি/এএস/মে ১০, ২০২৩)