আসাদ সবুজ, বরগুনা : বরগুনায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এ স্কুল ড্রেস বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী সদস্য এস এম মশিউর রহমান শিহাব।

বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে দশটায় সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ স্কুল ড্রেস বিতরণ করা হয়। নতুন স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

এসময় উপস্থিত কয়েকজন অভিভাবক বলেন, এই স্কুলে লেখা পড়া করা অনেক শিক্ষার্থীর অভিভাবক আছেন, যারা প্রতি বছর তাদের ছেলে মেয়েদের নতুন স্কুল ড্রেস দিতে পারেন না। শিহাব ভাই এই স্কুলে পড়ুয়া সকল শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস উপহার দিয়েছেন। বরগুনায় এরকম উদ্যোগ এই প্রথম নয় এর আগেও শিহাব ভাইয়ের কাছ থেকে পেয়েছি। আমরা সকলেই শিহাব ভাইয়ের জন্য প্রান ভরে দোয়া করবো, মহান আল্লাহ পাক যেন শিহাব ভাইয়ের মনের আশা পুরণ করেন।

স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আউয়াল হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বিএসসি, সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ মাস্টার ,জেলা মৎস্য জীবি লীগের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাজিব, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক উপ স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক নাঈমুর রহমান প্রমুখ।

ড্রেস বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা এস এম মশিউর রহমান শিহাব প্রতি বছর বরগুনার হাজার হাজার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকেন, শত শত গরীব আসহায় শিক্ষার্থীদের লেখা পড়ার খরচের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন। এস এম মশিউর রহমান শিহাব মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দীর্ঘ দুই যুগ ধরে বরগুনা-১ আসনের সাধারণ মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। শিহাব আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী।

এস এম মশিউর রহমান শিহাব মুঠোফোনে বলেন, আপনারা সকলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জন্য দোয়া করবেন, তিনি যেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারেন । আমার জন্য দোয়া করবেন, আমি যেন বরগুনা মানুষের সুখে-দুখে শেখ হাসিনার একজন কর্মী হিসেবে বরগুনা মানুষের পাশে থাকতে পারি।

(এএস/এএস/মে ১১, ২০২৩)