স্টাফ রিপোর্টার : আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না করলে তৌহিদী জনতার আন্দোলন অব্যাহত থাকবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সম্মিলিত ইসলামি দলসমূহের সদস্য সচিব মাওলানা জাফরুল্লাহ খান।

রবিবার সকাল সাড়ে ছয়টায় মিরপুর ১১ নম্বরে হরতালের সমর্থনে আয়োজিত মিছিল শেষে এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ।

তিনি বলেন, সরকার যদি মুসলমান হয় তাহলে যেন ইনু বাবুদের হরতালের মত তৌহিদী জনতার এই হরতালে ও সহযোগিতা করেন।

তিনি আরো বলেন, আমাদের এই হরতাল নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে হরতাল। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন পাস করতে হবে। অন্যথায় তৌহিদী জনতার আন্দোলন অব্যাহত থাকবে।

মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা সাইফুল কাদের, মাওলানা আবদুল করিম, মাওলানা রিয়াজ উদ্দিন ও মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

(ওএস/এটিআর/অক্টোবর ২৬, ২০১৪)