মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার একটি ফার্নিচারের দোকানে মধ্যরাতে পুলিশি অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৭ জুয়ারিকে আটক করেছে রাজনগর থানা পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজিজুল গাফফার ও উপপরিদর্শক (এসআই) সওকত মাসুদ ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের বিশেষ একটি দল উপজেলার ফতেহপুর ইউনিয়নের খেয়াঘাট বাজারের বিলবাড়ী নামক স্থানে বোরহান উদ্দিন নামের একটি কাঠের ফার্নিচারের দোকানের ভিতর অভিযান চালায়। এসময় পালানোর আগেই হাতেনাতে ৭ জুয়ারিকে আটক করা হয়। শুক্রবার (১২ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিণয় ভুষন রায়।

জুয়া খেলার অভিযোগে আটককৃত ব্যক্তিরা হলেন, লিখন মিয়া (৩০), পিতা মোশাহিদ মিয়া, কাইয়ুম উদ্দিন, (৫০), পিতা মৃত ছত্তার মিয়া, আব্দুল হক (৪০), পিতা মৃত বোরহোন উদ্দিন , রমিজ মিয়া (৪৫), পিতা মৃত ইয়াবর মিয়া, বোরহান উদ্দিন (৪৭), পিতা মৃত ওয়াশিদ আলী, আরফিন আলী (৩৭), পিতা মৃত আব্দুল কাদির। এই ৬ জন রাজনগর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা হলেও ৭ নং আসামী আবুল হোসেন (৩০) এর বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডেল তাস ও ১০ হাজার টাকারও বেশি নগদ অর্থ জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রাজনগর থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিণয় ভুষন রায়। আটককৃতদের বিরুদ্ধে আগের কোন মামলার তথ্য নেই বলেও জানান তিনি।

(একে/এসপি/মে ১২, ২০২৩)