প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : ‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এ শ্লোগানকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে শনিবার (১৩মে ) সকালে কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

উপজেরা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার( সার্কেল) এ কে এম ওহিদুন্নবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি'র সভাপতিত্বে ও রাজারহাট থানার এসআই নিরঞ্জন রায়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, থানার (ওসি) তদন্ত প্রাণকৃষ্ণ দেবনাথ, প্রেসক্লাব রাজারহাটের যুগ্ন সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজারহাট শাখার সাধারন সম্পাদক সুরেশ চন্দ্র মহন্ত, রাজারহাট ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান মোঃ তাইজুল ইসলাম, নাজিমখান ইউপি চেয়ারম্যান মোঃ মালেক পাটোয়ারী নয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জাহানুর আলম সোহেল।

প্রধান অতিথি বলেন, পুলিশ জনগণের শত্রু নয় বন্ধু। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। তিনি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।

অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(পিএস/এসপি/মে ১৩, ২০২৩)