কেন্দুয়া প্রতিনিধি : কেন্দুয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিশ্ব মা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।

সমাজে মায়েদের গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দা আফজালুন্নেছা রুমি প্রমুখ।

সভাপতির বক্তব্যে সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, মায়ের তুলনা মা নিজেই। একজন ভালো মা একটি ভালো জাতি উপহার দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, সকল মাকে আদর্শবান হতে হবে এবং সন্তানদের উদ্দেশ্যে তিনি বলেন, মায়ের প্রতি শ্রদ্ধা না থাকলে কোন সন্তানই জীবনে সফলতা অর্জন করতে পারবে না। তিনি বিশ্ব মা দিবসে নিজের মা সহ সকল মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

(এসবি/এসপি/মে ১৪, ২০২৩)