বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে নবাগত উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার আছমত আলী খান মিলনায়তনে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা চেয়ারম্যান জনাব রেজাউল করিম চৌধুরী, ভাইস-চেয়ারম্যান ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, সহকারী ভূমি কমিশনার খাদিজা আক্তার, রাজৈর উপজেলা কৃষি কর্মকর্তা শাশ্বতী ছন্দা দেবনাথ, সাংসদ প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন সাহা, বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী শেখ, নাজমা রশীদ রাজৈর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, যুবলীগের আহ্বায়ক রেদওয়ানুল হক রেজন, রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আলোকিত জনপদের।

সম্পাদক এড. গৌরাঙ্গ বসু, সাংবাদিক নেতা নাজমুল কবীর, সাংবাদিক নেতা আসাদুল হক সনেট, সুজন হোসেন রিফাত প্রমুখ সাংবাদিকবৃন্দ, সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক নেতা মনীন্দ্রনাথ বাড়ৈ আব্দুর সবুর মিয়া, নিখিল রঞ্জন দত্ত প্রমুখ।

মতবিনিময় সভায় প্রাণবন্ত আলোচনা হয়। রাজৈরের বিভিন্ন সমস্যা সম্পর্কে নির্বাহি অফিসার মহোদয়কে অবগত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার জনাব উপমা ফারিসা।

নবাগত উপজেলা নির্বাহি অফিসার উপমা ফারিসা বলেন, সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে রাজৈর উপজেলাকে মডেল উপজেলা গড়তে সদা সচেষ্ট থাকবেন।

(বিডি/এসপি/মে ১৫, ২০২৩)