রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা কর্তৃক সাতারপাড়া গ্রামের বকুল এর বাড়ীর সামনে ইউনিয়ন পরিষদের কাঁচা রাস্তার দুই পার্শ্বে থাকা ১৬টি ইউক্লিপটার্স গাছ ও একই গ্রামের গাইবান্ধা পাকা সড়ক সংলগ্ন শিবপুর মূখী ইউনিয়ন পরিষদের কাঁচা রাস্তা হতে আরো ১টি ইউক্লিপটার্স গাছ অবৈধভাবে কর্তন করায় ২২ মার্চ-২০২৩ তারিখে অত্র ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মোরশেদ আলম পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। 

উপজেলা নির্বাহী অফিসার উক্ত অভিযোগের তদন্তভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়েজ উদ্দীনকে প্রদান করেন। এরই ধারাবাহিকতায় তদন্তকারী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ফয়েজ উদ্দীন সোমবার সরেজমিনে পরিদর্শনে গিয়ে উপজেলা সার্ভেয়ার ইব্রাহিম খলিল-কে দিয়ে রাস্তার সীমানা নির্ধারণ পূর্বক কর্তনকৃত গাছগুলো রাস্তার মধ্যে ছিল বলে নিশ্চিত হন।

এসময় আরো উপস্থিত ছিলেন বেতকাপা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, অভিযুক্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা ও অভিযোগকারী ৯নং ওয়ার্ড সদস্য মোরশেদ আলম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য ইউপি সদস্যগণ। এসময় তদন্তকারী কর্মকর্তা সাংবাদিকদের জানান, কর্তনকৃত গাছ গুলো রাস্তার মাঝে ছিল।

(আর/এসপি/মে ১৬, ২০২৩)