দিলীপ চন্দ, ফরিদপুর : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে মেইন গেটের সামনে আজ বুধবার সকাল দশটায় সংগঠনের সভাপতি জনাবা মিতুর সভাপতিত্বে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস  অসোসিয়েশন ফরিদপুর শাখায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফরিদপুর স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন ফরিদপুর শাখার সহ সভাপতি সনজয়, সাধারন সম্পাদক রোমান, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান, সাংগঠনিক সম্পাদক লিখন ও দপ্তর সম্পাদক তাসমিয়া। এ সময় অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কারিগরি মুক্ত নার্সিং , ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এ এন্ড মিডওয়াইফারি কোর্স ডিগ্রি সমমান, শিক্ষা উপবৃত্তি বৃদ্ধি করণ ও ইন্টার্ন ভাতা নিশ্চিত করন, সরকারি নার্সিং এ ছেলে কোটা ১০% থেকে ২০% এবং বেসরকারি নার্সিং এ ২০%থেকে ৩০% এ উন্নতি করণ এবং ছেলেদের আবাসিক হলের ব্যবস্থা করণ এর দাবি জানান।

(ডিসি/এসপি/মে ১৭, ২০২৩)