কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে একটি বালুবোঝাই ড্রাম ট্রাককে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুরে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের সাতৈর-মহম্মদপুর সড়কের হাটখোলারচর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একটি ওষুধের এবং একটি কম্পিউটারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা যায়, যাত্রীবাহী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে মাগুরার মহম্মদপুরের দিকে যাচ্ছিল। হাটখোলারচর বটতলা নামক স্থানে পৌঁছলে দ্রুতগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ড্রাম ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বালুবোঝাই ড্রাম ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি কম্পিউটার এবং একটি ওষুধের দোকান ঘরের মধ্যে ঢুকে পড়ে। দুর্ঘটনায় উভয় যানের চালক, হেলপারসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে যাত্রীবাহী বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক। আহতরা মাগুরার মহম্মদপুর, বোয়ালমারী ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে ৮ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভর্তিকৃতরা হলেন- বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ি গ্রামের সরজ কুন্ডু, ময়না গ্রামের লুৎফর মোল্যা, পার্শ্ববর্তী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালীগঞ্জ গ্রামের আবুল হোসেন, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় সামনগর গ্রামের তৈয়েবুর মোল্যা, কালীশংকরপুর গ্রামের মাসুদ রানা, বরুলিয়া গ্রামের সাহাদাত, মধুখালি উপজেলার বাগাট ইউনিয়নের জাকির এবং একই গ্রামের আকিদুল।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা বলেন, 'আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

(কেএফ/এসপি/মে ১৭, ২০২৩)