নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী-আক্কেলপুর সড়ক নির্মান কাজের ভান্ডারপুর বাজার অংশে আর সিসি ঢালাইয়ের ওয়াল নির্মাণ কাজে ৩নং ইট ব্যবহার করা হচ্ছে। স্থানীয় লোক জন বাঁধা প্রদান করলে ঠিকাদার লোক জনের বাঁধা উপেক্ষা করে ৩নং ইট দিয়ে ওয়াল নির্মান করতে থাকে। এতে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে কিছুটা ওয়ালের ইট খুলে ফেলে প্রতিবাদ জানায়। বাজারে উপস্থিত লোক জন সোহাগ,আলমগীর, বাবু, তুহিন, সনাতন জানায়, মঙলবার সকালে ৩নং ইট নিয়ে এসে আরসিসি ঢালাই কাজের ওয়াল নির্মান করতে লাগলে লোক জন বাঁধা দেয়। কিছুক্ষন কাজ বন্ধ থাকার পর দুপুরের পর থেকে আবারো ওই ইট দিয়ে কাজ করতে লাগলে স্থানীয লোক জন ক্ষিপ্ত হয়ে কাজ আটকে দেয়। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানার সঙ্গে সঙ্গে কাজ বন্ধ রেখে ৩নং ইট সরিয়ে ফেলার নির্দেশ দেন। সড়ক ও জনপদ বিভাগ জানায় বদলগাছী আক্কেলপুর ১০ কিলো মিটার সড়ক নির্মান কাজে ৩৭ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্ধ করা হয়। কাজটি বাস্তবায়নে দায়ীত্ব পেয়েছে তোমা কন্সট্রাকশন কোঃ লিমিঃ। সড়কের প্রশস্তকরণ কাজ চলমান। এ কাজের ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে না পাওয়ায় তার মতামত পাওয়া যায় নি।

এ বিষয়ে নওগাঁ জেলা নির্বাহী প্রকৌশলী রাসেদুল হক রাসেল জানান আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করতে বলেছি এবং নি¤œমানের ইট দিয়ে কাজ করার কোন সুযোগ নেই।

(বিএস/এসপি/মে ১৮, ২০২৩)