সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ২০২২-২০২৩ইং অর্থ বছরে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দরিদ্র জেলেদের মাঝে ছাগল  বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদের চত্বরে এই ছাগল বিতরণ করা হয়। এসময় ২০ জন জেলেকে ২টি করে মোট ৪০ টি ছাগল, খোয়াড়, খাবার, ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়সহ আরো অনেকে।

(এন/এসপি/মে ১৮, ২০২৩)