বিনোদন ডেস্ক : টিভি অভিনেত্রী মনিরা মিঠুকে কখনও মা, কখনও বড়বোন আবার কখনও ভাবী এমন সব চরিত্রেই দেখা যায় । তবে এবার মা, বোন কিংবা ভাবী নয়, তিনি আসছেন লেডি ডন হয়ে। পুরনো ঢাকার লেডি ডন হিসেবে তাকে পর্দায় দেখা যাবে। অভিনেতা রওনক হাসানের রচনা ও আশিকুর রহমানের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘আকাশ চুরি’তে এমন একটি চরিত্রে অভিনয় করছেন মনিরা মিঠু।

তিনি বলেন, অনেক চরিত্রে অভিনয় করেছি। কিন্তু লেডি ডন হিসেবে এবারই প্রথম। শুটিং করে ভীষণ উপভোগ করছি। তবে প্রথমবার এমন একটি চরিত্রে অভিনয় করছি বলে অনেকটা চ্যালেঞ্জিংও মনে হচ্ছে। আশা করছি দর্শকের ভাল লাগবে। এ নাটকে মনিরা মিঠুর মেয়ের চরিত্রে অভিনয় করছেন শশী।

এছাড়াও তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে আবুল হায়াতকে। নানারকম সন্ত্রাসী কার্যকলাপ ছাড়াও প্রেম, বিরহ, কমেডি নিয়েই নাটকের মূল গল্প বিস্তৃত হয়েছে বলে জানান মনিরা মিঠু। এ নাটক ছাড়াও তার অভিনীত ‘লীলা খেলা’ নামের একটি ধারাবাহিক প্রচারের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ‘স্বপ্ন’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিংও আগামী মাস থেকে শুরু করবেন বলে জানান তিনি। অন্যদিকে প্রচার চলতি ‘হাওয়াই মিঠাই’ ও ‘মামার হাতের মোয়া’ ধারাবাহিক নাটকেও অভিনয় করতে দেখা যাচ্ছে মনিরা মিঠুকে।

ধারাবাহিক নাটক ছাড়াও খণ্ড ও টেলিফিল্মেও নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি ‘ভয়ঙ্কর শাশুড়ি’, ‘স্বপ্ন চোর’ ও ‘বিলাতি কুত্তা’ নাটকগুলোর কাজ শেষ করেছেন তিনি। টিভি পর্দায় অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে নিয়মিত মনিরা মিঠু। বর্তমানে তার অভিনীত ‘এক কাপ চা’ ও ‘মন বোঝে না’ ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও ‘দরজার ওপাশে’ ও ‘পুড়ে যায় মন’ ছবি দুটির শুটিংও করছেন তিনি।

চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে মনিরা মিঠু বলেন, টিভি পর্দায় কাজ করার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছি। এ দুই মাধ্যমের কাজ দু’রকম। কিন্তু অভিনয় একই রকম। বর্তমানে যে ক’টি ছবিতে কাজ করছি সবক’টিই মানসম্মত গল্প নিয়ে নির্মাণ হচ্ছে। আশা করি আরও কিছু ভাল ছবিতে অভিনয় করে দর্শকের কাছাকাছি থাকবো।

(ওএস/এএস/অক্টোবর ২৬, ২০১৪)