বিনোদন ডেস্ক : জনপ্রিয় নায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের ৪২তম জন্মদিন আজ। রিয়াজ নামেই তিনি সবার কাছে পরিচিত। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।

১৯৭২ সালে ফরিদপুরে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর ছেলেবেলাও কেটেছে ফরিদপুরে। তাঁর বাবা জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারী অফিসের একজন কর্মকর্তা, মাতা আরজুমান্দ আরা বেগম গৃহিণী।

ছোটবেলায় রিয়াজের ইচ্ছে ছিল স্থপতি হবেন কিন্তু পরবর্তীকালে পেশাগত ভাবে হলেন বৈমানিক। কিন্তু সে পেশায় বেশীদিন স্থায়ী হতে পারেননি তিনি।

১৯৯৫ সালে বাংলার নায়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। ১৯৯৭ সালে মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় চলচ্চিত্রে রিয়াজ অভিনয় করেন যা ব্যবসায়িক ভাবে সফল হয় এবং একইসঙ্গে রিয়াজকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।

(ওএস/এএস/অক্টোবর ২৬, ২০১৪)