স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশকে সাম্প্রদায়িক হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।

শুক্রবার (১৯ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আপনি যখন দেশের বাইরে যান, আপনাকে কেউ জিজ্ঞাসা করে না—আপনি হিন্দু নাকি মুসলমান। জিজ্ঞাসা করে, আপনার দেশ কোথায়? কে হিন্দু, কে মুসলিম; এ ভেবে আমরা যুদ্ধ করিনি। আমরা মনে করি, দেশের স্বাধীনতা অর্জনে রামের যেমন রক্ত লেগে আছে, তেমনি রহিমের রক্ত লেগে আছে। সবার রক্ত মিলেই আমাদের লাল-সবুজের পতাকা। এখানে সবার সমান অধিকার রয়েছে।’

আমিন উদ্দিন বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেখতে চেয়েছেন। যার প্রতিফলন বাংলাদেশের সংবিধানে ফুটে উঠেছে। তাই বঙ্গবন্ধুর বাংলাদেশকে কখনোই সাম্প্রদায়িক হতে দেওয়া হবে না।

বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিভাস চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, সাবেক সভাপতি নিম চন্দ্র ভৌমিক, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুন নুর দুলাল, আইনজীবী প্রশান্ত অ্যালবার্ট বাড়ৈ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

(ওএস/এসপি/মে ২০, ২০২৩)