বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরায় জ্যৈষ্ঠ মাসে তালশাঁস বিক্রয়ের চাহিদা অনেক বেড়েছে। জ্যেষ্ঠকে বলা হয় মধুমাস আর এ মাসে অনেক রকমের ফল চোখে পড়ে।

আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল, আনারস, গাব, তালের শাস। স্বাদে ও গুণে ভরা এ ধরনের ফল তালশাঁস সাধারণ মানুষ খেতে পারে। মধুমাসের আকর্ষণীয় ফল তালশাঁস।

এ মৌসুমে প্রতিটি হাটবাজারে তালশাঁসের কদর রয়েছে অনেক। বিভিন্ন বয়সী ও শ্রেণি- পেশার মানুষ তালশাঁস ক্রয় করতে দেখা যাচ্ছে।

মাগুরার বিভিন্ন হাট-বাজার এবং সড়কের আশপাশ ঘুরে এমন চিত্র চোখে পড়ে। অনেক মানুষ রাস্তার পাশে বসে তালশাঁস খাচ্ছে আবার বাড়িতে পরিবারের সদস্যদের জন্য নিয়ে যেতে দেখা যাচ্ছে।
প্রতি পিচ তালশাঁস ১০ টাকা দামে বিক্রি হচ্ছে।

নানা বয়সের মানুষ এই তালের শাসঁ খাচ্ছে। কেউবা বাড়িতে নিয়ে যাচ্ছে।বিশেষ করে শিশুরা তালশাঁস বেশি পছন্দ করে থাকে।

(বিএস/এসপি/মে ২০, ২০২৩)