বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘শিক্ষকদের মাঝে ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকা স্বাভাবিক। তবে সাদাকে সাদা, কালোকে কালো বলার মানসিকতা শিক্ষকদের মাঝে থাকতে হবে। শিক্ষকরা সততা ও নিষ্ঠা সহিত শিক্ষার্থীদের মিক্ষা দান করলে সমাজ যথা জাতির উন্নতির সহায় হবেন।

তিনি রবিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ষাটমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৮২জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মান মর্যাদা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার অবকাঠামোগত উন্নয়নে আওয়ামলীগ সরকারের ফিরিস্তি তুলে ধরে আাের বলেন, ‘দেশ স্বাধীনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়সমুহ সরকারিকরণের পর আর কোন সরকার প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেনি। আবার বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২৬হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছেন।’

বড়লেখা উপজেলা বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত সংগঠনের সভাপতি মঞ্জু লাল দে’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন এবং ক্রীড়া সম্পাদক বদরুল ইসলামের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান,ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল হাসেম, উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমেন্দ্র চন্দ্র নাথ, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক জগদীশ পাল, শিক্ষক সিরাজুল ইসলাম ভূইয়া, শিক্ষক সমিতি সম্পাদক বদর উদ্দিন, শিক্ষক বদরুল হোসেন, কায়েদে আজম প্রমুখ।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৮২জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট ও মানপত্র তুলে দেন।

(এলএস/এএস/অক্টোবর ২৬, ২০১৪)