রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে হালকা বৃষ্টিপাতের সময় বজ্রপাতে মোর্শেদা বেগম (৩৮) নামে তিন সন্তানের এক জননী নিহত হয়েছেন।

রবিবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই জননী উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ ডেবরাইপ্যাঁচ গ্রামের ফুলু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির অদূরে আগারি ব্রিজ সংলগ্ন যমুনার শাখা নদীতে গোসল করতে নামেন মোর্শেদা বেগম। তখন আকাশে গর্জন হচ্ছিল ও হালকা বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় ওই স্থানে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চিনাডুলী বিট পুলিশিং এলাকার কর্মকর্তা ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক আহমেদ বলেন, 'বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'

চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস ছালাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বজ্রপাতে ওই গৃহবধূর মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানের মাধ্যমে তাঁর পরিবারের কাছে ২০ হাজার টাকা অনুদান পাঠানো হয়েছে।

(আরআর/এসপি/মে ২১, ২০২৩)