মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৬৫০টি ইয়াবা ট্যাবলেট, শতাধিক পুরিয়া হেরোইন, দেশীয় অস্ত্র ও মাদক ব্যবসায়ীসহ ৬ মাদকসেবীকে আটক করেছে।

শহরের আরামবাগ এলাকার একটি বাসায় রবিবার রাত ১২টার দিকে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্বদানকারী মৌলভীবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সিরাজুল হুদা জানান, জেলা প্রশাসকের বাংলোর পেছনে আরামবাগের এই বাসায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলে আসছে বলে পুলিশের কাছে তথ্য ছিল। এরই ভিত্তিতে সদর মডেল থানার ওসি আব্দুছ ছালেক, জেলা গোয়েন্দা শাখার ওসিসহ একদল পুলিশ রাত ১২টা থেকে ১টা পর্যন্ত এই অভিযান চালায়।

এ সময় মাদক ব্যবসায়ী জুয়েল আহমদের বাসা থেকে ইয়াবা ট্যাবলেট, হেরোইন, বিদেশী বিয়ার, সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, পর্নো সিডি, ল্যাপটপ, রামদা, চাকুসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত অন্যদের নাম জানা যায়নি।

(ওএস/এইচআর/অক্টোবর ২৭, ২০১৪)