নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ডাঃ এম এ আজিজ নামেই  যার পরিচয়। তিনি এ সমাজের একজন সত্যিকারের জনসেবক, যার তুলনা তিনি নিজেই। একজন চিকিৎসক হিসেবে দরিদ্র চরাঞ্চলের মানুষের কাছে তিনি বিধাতার বরপুত্র। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক মহাসচিব, সাড়াটি জীবন তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে অবহেলিত মানুষের দ্বারপ্রান্তে নিজে পৌছে দিয়েছেন  চিকিৎসা সেবা। পাশাপাশি তদারকির মাধ্যমে খাবার সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে অক্লান্ত সেবা দিয়ে চলেছেন। ময়মনসিংহ শহর এবং শহরতলীর দরিদ্র মানুষের দৌরগোড়ায়।

ময়মনসিংহ একবাক্যে ডাঃ এম এ আজিজ পরিচিত নাম। কোনো দরিদ্র পিতা মাতার সন্তান লেখাপড়া থেকে টাকার অভাবে যেন ছিটকে না পড়ে তার জন্য ডাঃ এম এ আজিজের কঠোর নির্দেশনা রয়েছে। তারই ছোটভাই ময়মনসিংহ জেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক যুবনেতা এইচ এম ফারুকের প্রতি যোগ্য বড় ভাইয়ের সুযোগ্য উত্তরসূরী এইচ এম ফারুক। সার্বক্ষনিক পাশে থেকে ময়মনসিংহ বাসীকে অক্লান্ত সেবা দিয়ে যাচ্ছেন। কখন কোথায় কার মেয়ে বিবাহ, কার ঘড়ের চাল উড়ে গেছে, কার ক্ষেতের ফসল ঘড়ে তুলতে হবে, এ ব্যাপারে এইচ এম ফারুক অনন্য নিদর্শন।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বক্তব্য ভাষনে ঈঙ্গিত দিয়ে বলেছেন, এবারে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তাদেরই হওয়ার সম্ভাবনা জ্ঞানী, মর্যাদাশীল,পরোপকারী, ও জননিবেদিত প্রান নেতা। সেই সাথে ব্যাক্তিত্বের নিদর্শন ও অনুভুতিশীল এবং বঙ্গবন্ধুর একনিষ্ট সৈনিক।

এ ব্যাপারে ডাঃ এম এ আজিজ তুলনাহীন একজন প্রকৃত জনসেবক। সেই দিক তুলনা করে ময়মনসিংহবাসী ধরে নিতে পারেন জননিবেদিত আওয়ামী লীগ নেতা সাবেক স্বাচীব মহাসচীব ডাঃ এম এ আজিজ তৃনমূল আওয়ামী লীগ বন্ধু নৌকার কান্ডারী। ময়মনসিংহের শতভাগ মানুষ বিশ্বাস করেন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বাসীর প্রানপুরুষ, জননন্দিত, পরোপকারী ডাক্তার এম এ আজিজকেই নৌকার কান্ডারী হিসেবে ঘোষণা দিবেন।

(এনআরকে/এসপি/মে ২৩, ২০২৩)