জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। টঙ্গী দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে সকাল ৮টা ৫০ মিনিটে নৌকা প্রার্থী এড. আজমত উল্লাহ খান ভোট প্রদান শেষে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন। শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিজের ভোট প্রদান সম্পন্ন করেন স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকের সরকার শাহনুর ইসলাম রনি। 

টঙ্গীর বেশকিছু কেন্দ্রে ঘুরে দেখা যায়, ভোট কেন্দ্রে উৎসুক জনতার ভীড়ের চেয়ে ভোটার উপস্থিতি কম। ভোট গ্রহণ চলছে ধীর গতিতে। দুপুর ১২টা পর্যন্ত শতকরা বিশ শতাংশ ভোট হয়েছে বলে জানা যায়। ইভিএম পদ্ধতিতে প্রথমবারের মতো ভোট দিতে আসা ভোটারদের বোঝাতেই সময় চলে যাচ্ছে। সবথেকে বেশি সমস্যা হচ্ছে ভোটারদের ফিঙ্গার প্রিন্ট নিয়ে। উল্টাপাল্টা চাপাচাপিতে হ্যাং হচ্ছে ইভিএম মেশিন।

জানা যায়, কাউন্সিলর প্রার্থী বেশি হওয়ায় ভোটারদের প্রতীক নির্বাচনে লাগছে জট। এখন পর্যন্ত কোনো সংঘাত সংঘর্ষের খবর পাওয়া যায়নি। টঙ্গীর বেশকিছু কেন্দ্রে ঘুরে নৌকার এজেন্ট পাওয়া গেলেও স্বতন্ত্র মেয়র প্রার্থীদের অনেকের এজেন্ট নেই।

এ প্রসঙ্গে প্রিজাইডিং অফিসাররা বলেন, তাদের সাথে এজেন্টরা যোগাযোগ করেনি।

(জেজে/এসপি/মে ২৫, ২০২৩)