লালমনিরহাট প্রতিনিধি : ইবোলা ভাইরাস প্রতিরোধে লালমনিরহাটের বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্টে কঠোর পদক্ষেপ নিয়েছে মেডিকেল টিম।

৮ সদস্যের মেডিকেল টিম সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি ইবোলা আক্রান্ত দেশগুলো থেকে আসা পর্যটকদের প্রতি সতর্ক দৃষ্টি রাখছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভারত থেকে পর্যটকরা বাংলাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল ক্যাম্পে।

একইভাবে বাংলাদেশ থেকে ভারতগামী পর্যটকদেরও পরীক্ষা- নিরীক্ষা ছাড়া জিরো পয়েন্ট অতিক্রম করতে দেয়া হচ্ছে না।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ইতিমধ্যে বুড়িমারী কাস্টমের ৭০ জনকে ইবোলা প্রতিরোধে সক্ষমতা প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে মেডিকেল টিম ও কাস্টম সূত্র জানিয়েছে।


(ওএস/এইচআর/অক্টোবর ২৭, ২০১৪)