বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে এক মুক্তিযোদ্ধার সন্তানের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধার সন্তানের নাম মোছাঃ শামীমা আক্তার। 

তিনি উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ি গ্রামের বীর মুক্তি যোদ্ধা মো. আসাদুজ্জামানের মেয়ে।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদের সামনে অবস্থিত একটি স্থানীয় দৈনিক পত্রিকার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বোয়ালমারী পৌর সদরের কামারগ্রাম নিবাসী আ. রাজ্জাক ও আক্কাস মোল্লা গং এর বিরুদ্ধে এ অভিযোগ আনেন শামীমা।

বোয়ালমারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের জর্জ একাডেমির সামনের ১৫০/৮৪ নং কামারগ্রাম মৌজার বি, এস খতিয়ান ১৮৯, দাগ নং ৪০৪৩ এর তিন শতাংশ জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলনে শামীমা বলেন, 'গত ২০ মে ফরিদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেছি। বিবাদীগণ ১৪৪ ধারা অমান্য করে জমিতে পাকা ঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। আমরা বাধা দিতে গেলে বিবাদীগণ আমাদেরকে খুন জখমসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে।'

(কেএফ/এসপি/মে ২৫, ২০২৩)