নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা” জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

সাপাহার পবিার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও এমসিএইচ সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা (অতি:দা:)।

বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য প্রতিনিধি,জনপ্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করণের উপর বিশেষ গুরুত্ব রেখে কর্মশালায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক প্রগ্রাম ম্যানেচার মাতৃস্বাস্থ্য বিভাগের ডা: জাহাঙ্গীর আলম প্রধান।

এসময় অন্যান্যদের মধ্যে সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, ভাইসচেয়ারম্যান আব্দুর রশিদ, নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আনোয়ারুল আজিম, সহকারী পরিচালক (সিসি) ডা: কামরুল আহসন সাপাহার অফিসের কর্মকর্তা আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

(বিএস/এসপি/মে ২৫, ২০২৩)