রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৌশিক মিয়া নামের এক যুবককে বেধারক মারপিটের ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত কৌশিক পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে কৌশিক মিয়ার পিতা আমিনুল ইসলাম বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ছোট ভগবানপুর (ফুটানীর বাজার) গ্রামের আমিনুল ইসলামের ছেলে ইন্টারনেট ক্যাবল ব্যবসায়ী কৌশিক মিয়া ২৫ মে রাতে ঢোলভাঙ্গা বাজার হতে অটোরিকশা যোগে বাড়ীতে যাওয়ার সময় তাকে অটোরিক্সা থেকে নামিয়ে নিয়ে একই গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে লিটন মিয়া ও সুমন মিয়া এবং লিটন মিয়ার স্ত্রী আশা বেগম সহ অপরিচিত ২/৩ জন ছোট ভগবানপুরের ফুটানীর বাজারে প্রতিপক্ষ লিটন মিয়ার রড-সিমেন্টের দোকানের ভিতরে নিয়ে রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। প্রতিপক্ষের মারপিটের কারণে কৌশিক মিয়া মাটিতে পড়ে গেলে আশপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে কৌশিক মিয়ার পিতা আমিনুল ইসলাম বাদী হয়ে লিটন মিয়া, সুমন মিয়া, আশা বেগম সহ অপরিচিত ২/৩ কে প্রতিপক্ষ করে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

(আর/এসপি/মে ২৭, ২০২৩)