চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার চরপাড়া পাউবো’র ক্যানেলের পানিতে ডুবে দুই শিশু মামা ভাগ্নের মৃত্যু হয়েছে। 

রবিবার (২৮ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার চরপাড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র ক্যানেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো, উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া পানি উন্নয়ন বোর্ডের বাঁধ এলাকার শাহ আলমের ছেলে নাহিদ (৫) ও হৃদয় হোসেনের ছেলে রিয়াদ হোসেন নাইম (৪)। মৃত দুই শিশু আপন মামা ভাগ্নে।

গুনাইগাছা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম জানান, রোববার বেলা সাড়ে ১১ টার দিকে দুই শিশু মামা নাহিদ ও ভাগ্নে নাইম খেলার ছলে সকলের অজান্তে পাউবো’র ক্যানেলের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে পানিতে ভাসতে দেখে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষনা করেন। তারা সম্পর্কে মামা ভাগ্নে।

এক সাথে দুই শিশুর মৃত্যু খবর ছড়িয়ে পড়লে তাদেও দেখতে শত শত নারী পুরুষ ভীড় করে তাদের বাড়িতে। শিশু সন্তান হারানো পরিবারের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে পরিবেশ।

সত্যতা নিশ্চিত করে থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় শিশু দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(এস/এসপি/মে ২৮, ২০২৩)