তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি শান্তি পদক” প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মে) সাভার উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন। এবং শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুকে জানার ও বোঝার জন্য আহবান করেন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ্য করেন ‘জুলিও কুরি’ বিশ্বের অন্যান্য শান্তি পুরস্কারের মধ্যে অন্যতম একটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ২৩ মে এই আন্তর্জাতিক পদক লাভ করেন। বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদক পরিয়ে দিয়েছিলেন বিশ্বশান্তি পরিষদের মহাসচিব রমেশ চন্দ্র। সেদিন এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে পদক পরিয়ে দিয়ে রমেশচন্দ্র বলেছিলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু’। মূলত সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধিতা এবং মানবতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করেন, তারা এই পদকে ভূষিত হন।

এসময় সাভার উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সাভার উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

(টিজি/এসপি/মে ২৮, ২০২৩)