মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের রসুলপুর বাজার থেকে, রবিবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মো. মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে, ওই এলাকায় অভিযান চালিয়ে  জুয়া খেলার অপরাধে বোর্ড থেকে ৭ জুয়াডিকে আটক করে পুলিশ। 

অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) অসিত কুমার রায়, বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মো. সায়াদ উল্লাহ সহ সঙ্গীয় ফোর্স। আটককৃত জুয়াড়িরা হচ্ছে, উপজেলার বাবুখালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের তৈয়ব আলী (২৭) পিতা মৃত রাশেদুল মোল্লা, জাহিদুল ইসলাম (৩৮) পিতাঃ মৃত নুরুল ইসলাম, ইকারুল ইসলাম (৩৭) পিতা বুদুর মোল্লা, ইমরান মুন্সী (২৬) পিতাঃ আতিয়ার মুন্সী, মিন্টু মোল্লা, (২৫), পিতাঃ মৃত রাজ্জাক মোল্লা, রিয়াজুল খান (৩৫) পিতা লাল খান উভয় গ্রাম পাড়োয়ারকুল, লিটন খান(৩৮) পিতাঃ আলম খান গ্রাম চালিমিয়া বাবুখালী মহম্মদপুর। জুয়া বোর্ড থেকে ৮ হাজার ৭ শত ৪০ টাকা ও এক সেট তাস জব্দ করেছে পুলিশ।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় জানান, জুয়া খেলার অপরাধে ৭ জনকে আটক করা হয়েছে। এবং জুয়াড়িদের কে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

(বিএসআর/এএস/মে ২৯, ২০২৩)