স্টাফ রিপোর্টার : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ‘মন্ত্রীরা অপরাধ করলে ক্ষমতা হারানোর আগে তা জানা যায় না ।’

সোমবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অক্সফাম আয়োজিত ‘খাদ্য অধিকার বিষয়ে গণশুনানী’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মিজানুর রহমান বলেন, ‘আমাদের দেশে উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাজনীতি। রাজনীতিবিদরা কোনো অপরাধ করলে পদ হারানোর আগে তা জানা যায় না।’

লতিফ সিদ্দিকী সম্পর্কে তিনি বলেন,‘ মন্ত্রীত্ব হারানোর পর আমরা জানতে পারি তার অঢেল সম্পদের কথা। এর আগে তার সম্পর্কে কিছুই প্রকাশ হয়নি।’

এ সময় তিনি প্রশ্ন রাখেন, আমরা কি সবসময়ই মন্ত্রীত্ব হারানোর পর মন্ত্রীদের অপরাধের কথা জানতে পারবো? আগে কেন তা জানতে পারবো না?

খাদ্য নিরাপত্তা সম্পর্কে ড. মিজান বলেন, ‘মানুষের মানবাধিকার নিশ্চিত করতে হলে আগে খাদ্য অধিকার নিশ্চিত করতে হবে। আমরা চাই নিরাপদ খাদ্য- যা হবে ভেজালমুক্ত। এর জন্য শুধু সরকার বা কোনো সম্প্রদায় নয়- সবাইকে সচেতন হতে হবে।’

(ওএস/এটিআর/অক্টোবর ২৭, ২০১৪)