নিউজ ডেস্ক : মানবদেহে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের অস্তিত্ব আছে কি না, তা নির্ণয় করবে ডিএনএ প্রোগ্রাম শোষক একধরনের বিশেষ কাগজ। চিকিৎসকদের কাছে খুব শিগগির এ কাগজ পাঠানো হবে। কয়েক টাকা খরচ করলেই শরীরে এ ভাইরাসের উপস্থিতি থাকলে ৩০ মিনিটেই তা জানা যাবে।

মাত্র ১২ ঘণ্টা আগে এর একটি পরীক্ষামূলক গবেষণায় সফল হয়েছেন গবেষকরা। এ জন্য পদার্থ বাবদ মাত্র ২০ ডলার ব্যয় করতে হয়েছে তাদের।

স্মার্ট এ রোগনির্ণয় পদ্ধতিতে জৈবিক পদার্থ আরএনএসহ জৈবিক উপাদানের একটি মিশ্র উপাদান ব্যবহার করা হয়েছে।

কীভাবে কাগজটি ইবোলা নির্ণয়ে কাজ করবে, গবেষক দলের প্রধান ও বোস্টন ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিম কলিন্স তারই বর্ণনা দিয়েছেন। বলেছেন, ‘ওই কাগজের ওপর কিছু তরল পাউডার ফেলা হবে। এরপর সেখানে রাখা হবে মানুষের দেহের জৈবিক উপাদান। পরে কাগজটি শুকানো হবে। সেখানে ইবোলা ভাইরাসের অস্তিত্ব থাকলে তা নির্ণয় করতে পারবে কাগজটি বা এর ওপর রাখা জৈবিক সার্কিটটি।’

পশ্চিম আফ্রিকাসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাসটি। এ পর্যন্ত সারা বিশ্বে প্রায় পাঁচ হাজার লোক নিহত হয়েছেন। এর আগে এ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের কথা জানান গবেষকরা। তথ্যসূত্র : বিবিসি।

(ওএস/এটিআর/অক্টোবর ২৭, ২০১৪)