বিশেষ প্রতিনিধি, ব্রাণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। 

সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, নোয়াফ সভাপতি সফিকুল ইসলাম শফিক।

এতে প্রধান অতিথি ছিলেন নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস। স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার বুলবুল, নবীনগরের কথার সম্পাদক সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক রাশেদা বেগম, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, কাউছার আলম শিবু, নূরে আলম, সাবেক ছাত্রনেতা মোস্তফা জামাল, আবদুল্লাহ আল রোমান প্রমুখ। পরে স্কুলের বিভিন্ন শ্রেণীতে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীসহ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র শিব শংকর দাস, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাবির প্রেক্ষিতে পৌরসভার পক্ষ থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আগামি ৪৮ ঘন্টার মধ্যে দুটি স্ট্রিট লাইট স্থাপনের ঘোষণা দিয়ে বিদ্যালয়ের সামনে একটি পুকুর ভরাট করে সেখানে কোমলমতি ছাত্রছাত্রীদের জন্য একটি খেলার মাঠ তৈরী করে দেয়া হবে বলেও ঘোষণা দেন।

(জিডি/এসপি/মে ৩০, ২০২৩)