চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলা ও ভাংচুরের ঘটনায় জেলার চারটি উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দে সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গার সাংবাদিকরা। প্রেসক্লাব সভাপতি মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে সোমবার বেলা ১১টায় প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল আমিন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহার আলী, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হামিদুল ইসলাম আজম, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরুন্নবী, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একরামুল হক পিপুল, জীবননগর প্রেসক্লাব প্রতিনিধি কামাল সিদ্দিকী প্রমুখ। বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে আওয়ামী যুবলীগের প্রতিপক্ষ দুটি গ্রুপের বিরোধের জের ধরে একপক্ষ শহরে সশস্ত্র মিছিল করার সময় বেলা দেড়টার দিকে একদল অস্ত্রধারী প্রেসক্লাবে ঢুকে ভাংচুর করে এবং চার সাংবাদিককে মেরে জখম করে।

(জেএ/এএস/অক্টোবর ২৭, ২০১৪)