আসাদ সবুজ, বরগুনা : বরগুনার এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন একই স্কুলের সভাপতি। স্কুলের নাম দক্ষিন খাজুরতলা আদর্শগ্রাম বে সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার (৩১ মে) বেলা ১২ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই স্কুলের সভাপতি হাবিবুর রহমান বলেন, একই এলাকার আবাসন কলোনীর সুমন তালুকদারের স্ত্রী রুবি আক্তার গত ৩১ মার্চ স্কুলের প্রধান শিক্ষক আজমল হুদা মিঠুনের নামে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। মামলাটি সম্পুর্ন মিথ্যা। এমনকি এই রুবি এলাকার আরও বহু লোককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত মামলাবাজ রুবি আক্তারের শশুর বাড়ি বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামে। গত ২০০৯ সালে একই এলাকার বিভিন্ন লোকের নামে মিথ্যা মামলা দেয়। একারনে তৎকালীন ইউপি চেয়ারম্যান তাকে এলাকা থেকে তাড়িয়ে দেয়৷ এরপর সে দক্ষিণ খাজুরতলা আদর্শ গ্রামে এসে বসবাস শুরু করেন৷

এরপর থেকেই সে এলাকার বিভিন্ন লোকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তার এই অত্যাচারে অতিষ্ঠ স্থানীয়রা। এসময় ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার দাবি করেন তারা।

(এএস/এএস/মে ৩১, ২০২৩)