ময়মনসিংহ প্রতিনিধি : যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। নতুন বাজার দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রার পূর্বে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শামীম আজাদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হক মাসুদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী এ.কে.এম মোশাররফ হোসেন বলেন কর্মক্ষম বেকার যুবকদেরকে দেশের উন্নয়নে কাজে লাগানোর জন্য স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন।

বেগম খালেদা জিয়ার আহ্বানে চলমান আন্দোলন সংগ্রামের মাধ্যমে বর্তমান জন বিচ্ছিন্ন সরকারের পতন ঘটানোর জন্য যুবদল ঐক্যবদ্ধভাবে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি কেন্দ্রীয় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জেলা যুবদলে সহ-সাধারণ সম্পাদক জগলুল হায়দার, যুব নেতা হেলাল হাসান সহ গ্রেফতারকৃত নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন নগর বিএনপি’র সভাপতি অধ্যাপক এ.কে.এম শফিকুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুলতান আহাম্মেদ, সহ-সভাপতি রুহুল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল কবির মো. মামুন, এডভোকেট দিদারুল ইসলাম রাজু, সহ-সাধারণ সম্পাদক রফিক খান, ফরহাদ আলী, কোতোয়ালী যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মাসুদ প্রমুখ।

(এমডি/এএস/অক্টোবর ২৭, ২০১৪)