টাঙ্গাইল প্রতিনিধি : নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সোমবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

এর আগে টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে জেলার বিদ্যুৎ পরিস্থিতি এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষে করণীয় বৈঠক করেন প্রতিমন্ত্রী।

বৈঠকে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম) অসিম কুমার দত্ত, মির্জাপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এএইচএম ওয়াহেদুল হক, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ প্রমুখ।

সকালে প্রতিমন্ত্রী কুমুদিনী হাসপাতালে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান কুমুদিনীর ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপক রাজীব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ হালিম প্রমুখ। পরে প্রতিমন্ত্রী কুমুদিনী হাসাপতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, ভারতেশ্বরী হোমস ও কুমুদিনী নাসিং স্কুল অ্যান্ড কলেজ ঘুরে দেখেন।

(ওএস/এটিআর/অক্টোবর ২৭, ২০১৪)