রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগজিন জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় নজরুল ইসলাম প্রধান (৪২) নামের একজনকে গ্রেফতার করা হয়।

শনিবার (৩ জুন) দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।

গ্রেফতার নজরুল ইসলাম প্রধান সাদুল্লাপুর উপজেলার ছোট গয়েশপুর (প্রধান পাড়া) গ্রামের মৃত সিরাজ প্রধানের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, শুক্রবার (২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জিন্না খাঁ নামের এক কৃষকের মাঠে অভিযান পরিচালনা করা হয়। এসময় নজরুল ইসলামের দেহ তল্লাশি করে কালো রঙের সচল একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

এই প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, ডিবির ওসি মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ।

(আর/এসপি/জুন ০৩, ২০২৩)