সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে বিচার প্রার্থীদের জন্য ‘ন্যায় কুঞ্জ’ বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

শনিবার (৩ জুন) সকালে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই বিশ্রামাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সুপ্রিম কোটের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খায়রুজ্জামান।

এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১ এর বিচারক মো. সাইফুল ইসলাম(জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল - ২ এর বিচারক মো. মঈন উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওসমান গনী, জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে বিচারপতি মো. খায়রুজ্জামান বলেন, প্রধান বিচারপতি মহোদয়ের অভিপ্রায়ে দেশের প্রত্যেক জেলায় ‘ন্যায় কুঞ্জ’ নামে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলাতেও বিশ্রামাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হলো।
পরে তিনি জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স কক্ষে বাগেরহাট জেলা ও দায়রা আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাসমূহ, বিশেষ করে পুরাতন দেওয়ানী ও ফৌজদারী মামলাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করার বিষয়ে মতবিনিময় সভা করেন।

উল্লেখ্য, আইন মন্ত্রনালয়ের অর্থায়োনে গনপূর্ত বিভাগ ৫৯ লাখ ৯০ হাজার টাকা ব্যায়ে নির্মান হবে বাগেরহাটে এই ন্যায় কুঞ্জ বিশ্রামাগার নির্মান করা হচ্ছে। এই বিশ্রামাগারে দুটি টাওয়াশ রুম, একটি মাতৃদুদ্ধ কর্নার, একটি টাক্যান্টিন ও ফ্যানের ব্যাবস্থাসহ ৮০ থেকে ১০০ জন বিশ্রাম নিতে পারবে।

(এস/এসপি/জুন ০৩, ২০২৩)