শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী তার মুক্তিযোদ্ধার সম্মানি ভাতার অর্ধেক অংশ মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন।

আজ সোমবার দুপুরে খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার হল রুমে ভাতার টাকা বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আবু শরিফ, খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক, সহকারি লাইব্রিয়ান মাহমুদা আক্তার, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা হামদি মেম্বার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল সামাদ, বীরমুক্তিযোদ্ধা পরিমল সাহা, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন প্রমূখ।

বীরমুক্তিযোদ্ধা আফসার আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা টাকা ১২ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা বর্ধিত করেছেন। তাই আমি ১০ হাজার টাকা প্রতি মাসে আমার উপজেলায় অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে থাকি।

(এসপি/এসপি/জুন ০৫, ২০২৩)