ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টা ৪০-মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারী রাজশাহী জেলা বিএনপি'র আহ্বায়ক আবু সাঈদ চাঁদের প্রতি ঘৃণা প্রদর্শন ও প্রতিবাদ সমাবেশ ফরিদপুর জেলা আদালত চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ ও ১ নং সাংগঠনিক সম্পাদক জাহিদ ব্যাপারী।
এ সময় জেলা আওয়ামী লীগ ও উহার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০৪-মে আবু সাঈদ চাঁদকে ফরিদপুর জেলা আওয়ামীলীগ কর্তৃক ইতিপূর্বে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে শুনানির জন্য ফরিদপুর জেলা কারাগারে নিয়ে আসা হয়৷ আজ মঙ্গলবার বেলা ১০.৫০ মিনিটে আবু সাঈদ চাঁদকে আদালতে শোনানীর জন্য উঠানো হয় এবং তাকে উক্ত মামলায় বিজ্ঞ আদালত গ্রেপ্তারের আদেশ দেন। ঘৃণা প্রদর্শন ও প্রতিবাদ সমাবেশ শেষে আদালত চত্ত্বরে আবু সাঈদ চাঁদের কুশপুত্তলিকা পোড়ানো হয়।
(ডিসি/এএস/জুন ০৬, ২০২৩)