রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধ ড্রেজার মেশিনে মাটি কাটা গর্তের পানিতে ডুবে রাতুল ফকির ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়া এলাকার মরা পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত রাতুল ওই গ্রামের মিলন ফকিরের ছেলে। সে লোটাস কলেজিয়েট স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।

স্থানীয় এলাকাবাসী জানান, রাতুল তার ২-৩ জন বন্ধুদের সাথে নিয়ে দুপুরে মরা পদ্মা নদীতে ড্রেজারে খননকৃত একটি গর্তে পানি দেখে গোসলের উদ্দেশ্যে লাফ দেয়। কিছুক্ষণ সময় গেলে তার বন্ধুরা তাকে উঠতে না দেখে রাতুলের বাড়িতে খবর দিলে তারা এসে গভীর গর্তের পানিতে কিছুক্ষণ খোজাখুজি করে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী আরো জানান, সারা বছরই মরা পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করে। সেখানে গর্ত হওয়াতে আজ আমাদের এলাকার একটি শিশুর প্রাণ কেড়ে নিল। আমরা অবৈধ ড্রেজার বন্ধের দাবি জানাই।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) কর্মকর্তা উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

(এমজি/এএস/জুন ০৭, ২০২৩)