দীপক চন্দ্র পাল, ধামরাই : আজ বৃহস্পতিবার সকাল এগারটায় উপজেলা মিলনায়তনে ধামরাই উপজেলা মাসিক আইন-শৃংখলা সভায় আসন্ন রথ উৎসব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ধামরাইয়ের ঐতিহাসিক রথ উৎসব শান্তি পূর্ণ ও সফল করতে বিশেষ আলোচনা হয়েছে। 

মাসিক আইন-শৃংখলা সভায় ধামরাই রধ মেলা কমিটির নের্তৃবৃন্দ ও উপজেলা প্রতিটি বিভাগের সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, চিকিৎসক, মুক্তিযোদ্ধা সাংবাদিক ও এলাকার বিশিষ্ঠ ব্যক্তিবর্গ এই আইন শৃংখলা সভায় উপস্থিত ছিলেন।

আইন শৃংখলা সভায় মাদক্ বন্ধে পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনকে জোড়ালো ভূমিকা রাখতে আহ্বান জানান এমপি বেনজীর আহমদ। এমপি আসন্ন ধামরাইয়ের রথ উৎসবে শিক্ষা মন্ত্রী ডাঃ দিপুমনি আসবেন। তিনি রথ উৎসবের উদ্ধোধন করবেন বলে জানান।সকলে মিলে ধামরাইয়ের এই ঐতিহ্য সুন্দর ও সফল বরতে সকলের প্রতি আহ্বান জানান।

সদ্য যোগদানকারী ধামরাই থানার ওসি মোঃ হারুন উর রশিদ তার বক্তব্যে বলেন, জনগণের সেবার জন্য তিনি প্রস্তুত। তিনি ধামরাইয়ের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

ওসি বলেন, সকলের সার্বিক সহযোগিতা পেলে ধামরাইয়ের আইন শৃংখলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখা সম্ভব। তিনি আরো বলেন আগমী ১০ জুন ধামরাইয়ের কুশুরায় নতুন করে একটি পুলিশ ফাড়ির উদ্ধোধন করবেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল। এ ব্যাপারে সকলে সহযোগিতা চান। তিনি স্থানীয় এমপি বেনজীর আহমদ এ ব্যাপারে সহযোগিতা করায় তাকে অশেষ কৃতজ্ঞতা জানান। তিনি প্রতিটি ইউপির চেয়ারম্যানদের নিয়ে মাদক, আইন শৃংথলা নিয়ে আলোচনা ও বৈঠক করবেন বলেন।

ধামরাই পৌর সভার প্রধান সড়কে ও ঢুলিভীটা বাস ষ্ট্যান্ডে জানযট নিরসনে আলোচনা হয়। এ নিয়ে কঠোর হুশিয়ারী করে তা বন্ধের নির্দেশ দেন ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।

মেয়র গোলাম কবীর মোল্লা বলেন আসন্ন ধামরাইয়ের রখ উৎসব ও মাস ব্যাপী মেলা চলাকালে পৌর সভার প্রধান সড়ক দিয়ে ভারী মাঝারী সবধরনের যানবাহন বাইপাস সড়ক দিয়ে চলাচল করবে। প্রধান সড়ব দিয়ে যাতে না চলাচল করে সে ব্যবস্থা নিতে অভিমত প্রকাশ করেন। রথ মেলায় যে কোনো ধরনের সহযোগিতা প্রযোজন করার আশ্বাস দেন মেয়র কবীর। এছাড়াও আইশৃংখলা সভায় বিভিন্ন বিষয়ের উপর আলোচানা হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে¡ অনুষ্ঠিত এই মাসিক আইন-শৃংখলা সভায় প্রধান অতিথি ছিলেন সরাষ্ট্র মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা বিশ আসন ধামরাইয়ের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা চেয়ারমান মোঃ মোহাদ্দেছ হোসেন, ধামরাই পৌর সভার মেয়ন আলহাজ্ব গোলাম. কবীর মোল্লা, ধামরাই থানায় সদস্য যোগদানকারী ওসি মোঃ হারুন অর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ সোহানা জেসমিন মুক্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ডিসিপি/এসপি/জুন ০৮, ২০২৩)