দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স এ ৭  জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি সাইফুদ্দিন চৌধুরী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ ইসহাক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল ফয়েজ, সাংগঠনিক সম্পাদক জাহিদ বেপারী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জামাল হোসেন মিয়া ‌, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কে এম খারউদ্দিন মিরাজ, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান মুরাদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক শাহিদ উদ্দিন, জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, যুব মহিলা লীগের আহবায়ক রুকশানা আহমেদ মেহেবী, কোতোয়ালি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট ইমরান হোসেন রিমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশরাফ আলী পিয়ার , ও প্রচার সম্পাদক নেওয়াজ জামান সজিব।

সভায় বক্তারা ঐতিহাসিক ছয় দফা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। বক্তারা বলেন আমাদের স্বাধীনতার জন্য ছয় দফার গুরুত্ব অপরিসীম।

বক্তারা আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের ধারা সৃষ্টি হয়েছে তা অব্যাহত রাখতে হবে।

বক্তারা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ পরিচালিত হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায়। আর তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে আগামীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

(ডিসি/এএস/জুন ০৯, ২০২৩)