আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মাত্র এক সপ্তাহ পর ব্রুনাইয়ের প্রবাস জীবনে পাড়ি জমানোর কথা ছিল বরিশালের গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামের দুই সন্তানের জনক হেমায়েত হাওলাদারের। অবৈধ বিদ্যুৎ লাইনে পৃষ্টে হয়ে পরপারে চলে যাওয়ায় আর প্রবাসে যাওয়া হলোনা হেমায়েতের। নিহত হেমায়েত ওই এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে।

আজ শুক্রবার সকালে নিহতের স্বজনরা জানান, মাছের ঘেরে পানি উঠানোর জন্য বৃহস্পতিবার রাতে বিদ্যুতের খুটি থেকে অবৈধ লাইন নিয়ে মোটর চালু করে ঘের মালিকরা। ওই লাইনের পাশ দিয়ে যাতায়তের সময় অবৈধ লাইনের তারে জরিয়ে মর্মান্তিত ভাবে নিহত হয় হেমায়েত।

গৌরনদী মডেল থানার এসআই শাহজাহান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার জুলফিকার হায়দার চৌধুরি বলেন, লাইনটি অবৈধ ছিলো কিনা জানা নেই। তবে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/এসপি/জুন ০৯, ২০২৩)