স্পোর্টস ডেস্ক : এখনও বিপদ কাটেনি লঙ্কান ক্রিকেটার দানুষ্কা গুনাথিলাকার। ৩২ বছর বয়সী এই ব্যাটারের বিরুদ্ধে গত বছরেই অস্ট্রেলিয়াতে উঠেছিল ধর্ষণের অভিযোগ। এবার তার বিরুদ্ধে সেই ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া শুরু হলো সেখানে।

ধর্ষণের অভিযোগ ওঠার পর গুনাথিলাকার ওপর নিষেধাজ্ঞা জারি করে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। আর তার পরপরই এই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার ফলে বেশ চাপে পড়ে গেলেন তিনি।

গত নভেম্বরে অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়েছিল শ্রীলঙ্কা দল। সেই দলের সদস্য ছিলেন গুনাথিলাকা। তখন এক ডেটিং অ্যাপের মধ্যে দিয়ে তার সঙ্গে পরিচয় হয় এক অসি তরুণীর। যার সঙ্গে ডেটিংয়ে যাওয়ার পরে তার বাড়ি যান গুনাথিলাকা।

সেখানেই বলপূর্বক যৌন হেনস্থাসহ ধর্ষণের অভিযোগ ওঠে লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে। শ্রীলঙ্কা দল সেই সময়ে দেশে ফিরে এলেও তিনি দলের সঙ্গে ফিরতে পারেননি। তার পাসপোর্ট জব্দ করা হয়।

গুনাথিলাকার বিরুদ্ধে যে চারটি অভিযোগ উঠেছিল, তার তিনটিই অবশ্য এরই মধ্যে খারিজ করে দিয়েছেন অস্ট্রেলিয়ার আদালত। গত মাসে এই অভিযোগগুলো খারিজ হয়েছে। এবার বাকি থাকা একটি অভিযোগ নিয়ে শুরু হলো বিচার।

(ওএস/এসপি/জুন ০৯, ২০২৩)