মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার শহরের রঘুনন্দনপুর এলাকার একটি বাড়ি থেকে জুয়া খেলার অভিযোগে ৫ জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। এসময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস ও নগদ অর্থ জব্দ করা হয়। 

সোমবার (১২ জুন) রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো জসিম মিয়া (৩৯), জিয়াউর রহমান (২৮), মোঃ দুলাল মিয়া (৩৮), মোঃ শাহজাহান মিয়া ও মুজিবুর রহমান (৫০)। আটককৃত ৫ জনের মধ্যে ৪ জন শহরের বেড়িরচর এলাকায় বসবাস করলেও ১ নং আসামী জসিম মিয়া রঘুনন্দন পুর এলাকার তাহির মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন, উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম, সহকারি উপপরিদর্শক (এএসআই) মোদারিছ মিয়া ও সহকারি উপপরিদর্শক (এএসআই) নুরুল হক এর নেতৃত্বে পুলিশের একটি দল শহরের রঘুনন্দনপুর এলাকায় আটককৃত জসিম মিয়ার ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় আটককৃতদের কাছ থেকে নগদ ২ হাজার ৭শত ৫০ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত তাস জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, আটককৃত ৫ জনের মধ্যে জসিম মিয়ার বাড়ি সদর উপজেলার মোস্তফাপুর গ্রামে হলেও সম্ভত সে জুয়া খেলার জন্য রঘুনন্দন পুর এলাকার ওই বাসাটি ভাড়া নেয়। তিনি জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

(একে/এসপি/জুন ১২, ২০২৩)