স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে জঙ্গি ছিনতাই ঘটনায় আট জঙ্গিকে আটক করেছে র‌্যাব।

ছিনতাই ঘটনার পর পরই অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে  বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়েছে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার সাদিরা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুর ১২টায় র‌্যাবের উত্তরা সদর দফতরে এ বিষয়ে ব্রিফিং করা হবে।

২৩ ফেব্রুয়ারি সকালে জেএমবির শীর্ষ পর্যায়ের তিন নেতাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহের ত্রিশালে নিয়ে যাওয়ার পথে প্রিজনভ্যান হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয়।

এদের মধ্যে সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) এবং রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদ (৩৫) মৃত্যুদণ্ডে দণ্ডিত। অন্যজন জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত।

এরপর ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যে টাঙ্গাইলে ধরা পড়ে যান রাকিবুল। অন্য দুজনকে আটক করা যায়নি। তাদের ধরিয়ে দেওয়ার জন্য ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

অপরদিকে, ছিনতাইয়ের সময় জঙ্গিদের হামলায় প্রিজনভ্যানে থাকা কনস্টেবল আতিকুল ইসলাম (৩০) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এরপর ছিনতাইয়ে জড়িত থাকার সন্দেহে সে সময় তিনজনকে আটক করে পুলিশ।

(ওএস/এইচআর/এপ্রিল ৩০, ২০১৪)