মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তানভীরের (২৩) মরদেহ ৪৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে তানভীরের মরদেহ গড়াই নদীতে ভেসে উঠলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ জানে আলম জানান, আজ সকাল থেকে উদ্ধার অভিযান চলছিল এরই এক পর্যায়ে বেলা ১১টার কিছুক্ষন পর নিখোঁজ তানভিরের মরদেহ ব্রীজের পাশে ভেসে উঠলে আমরা তার মরদেহটি উদ্ধা করি।

উল্লেখ্য, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাস-উদ-রুমী সেতু সংলগ্ন রেলব্রীজের নীচে পাঁচ বন্ধু নদীতে গোসল করতে নামলে নদীর প্রবল স্রোতে ৩ জন তলিয়ে যান। কোনমতে ৪ জন নিরাপদে তীরে ভীড়লেও নিখোঁজ হন তানভীর। এরপর থেকে কুষ্টিয়া ও কুমারখালী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এবং খুলনা ডুবুরী দলের ৫ সদস্যের একটি টিম তানভিরকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল। তানভীরের বাড়ি বরগুনা জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্সেসী বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

উল্লেখ্য, গতকাল সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মাইক্রোবাসযোগে মেহেরপুরের মুজিবনগরের উদ্দেশ্যে যান। সেখান থেকে দুপুরে আসেন কুষ্টিয়া সার্কিট হাউসে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফকির লালন সাঁইয়ের মাজার ঘুরে রওনা হন শিলাইদহ কুঠিবাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে কুমারখালীর উপজেলার মাস-উদ-রুমী সেতু সংলগ্ন গড়াই নদীতে গোসল করতে নামেন তারা। পাঁচ বন্ধু নদীতে নামলে নদীর প্রবল স্রোতে ৩ জন তলিয়ে যান। কোনমতে ৪ জন নিরাপদে তীরে ভীড়লেও নিখোঁজ হন তানভীর। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(এমজে/এসপি/জুন ১৪, ২০২৩)