রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি ও বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিমের মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন নাদিম। তিনি স্থানীয় পাটহারি মোড়ে পৌঁছলে সেখানে ওতপেতে থাকা ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তাঁর ওপর হামালা চালায়। দুর্বৃত্তের এলোপাতাড়ি মারধরে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাতেই ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয় সাংবাদিক ও পথচারীরা। অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মারা যান তিনি।

দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক নাদিমের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদ সভা করেছে বকশিগঞ্জ উপজেলা প্রেসক্লাব। একই সঙ্গে জামালপুর প্রেসক্লাব ও জামালপুর জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

অপরদিকে, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম ও সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানিসহ জেলায় কর্মরত সাংবাদিকরা। তাঁরা হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সাংবাদিক নাদিমের মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(আরআর/এসপি/জুন ১৫, ২০২৩)