স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের কেশবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কৃষি অফিস মিলনায়তনে জনপ্রতিনিধিদের নিকট এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, পৌরসভার প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু প্রমুখ।

উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে ক্রয়কৃত ২৮টি ফুট পাম্প স্প্রে মেশিন এবং ১৬টি ইলেকট্রিক চার্জার স্প্রেয়ার (ড্রাম) মেশিন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে কৃষকদের কাছে দেওয়ার জন্য জনপ্রতিনিধিদের নিকট হস্তান্তর করেন অতিথিবৃন্দ।

এছাড়া সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলার সাগরদাঁড়ি এলাকার কৃষক জগন্নাথ নন্দীকে ভুট্টা মাড়াই করার জন্য একটি মাড়াই যন্ত্র দেওয়া হয়েছে।

(এসএমএ/এএস/১৫ জুন, ২০২৩)