রাজবাড়ী প্রতিনিধি : জামালপুরে সন্ত্রাসী হামলায় নিহত বাংলানিউজ টোয়েন্টিফোর.কম-এর জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে রাজবাড়ী প্রেসক্লাব।

শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ টায় রাজবাড়ী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে ঘন্টাব‍্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে রাজবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি এম মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, সহ সভাপতি ও বাংলা নিউজ ২৪. কমের জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, সহ সাধারন সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, নিউ নেশন প্রতিনিধি শহিদুল ইসলাম হিরন, যুগান্তর প্রতিনিধি হেলাল মাহমুদ, বাংলা টিভির জেলা প্রতিনিধি শিহাবুর রহমান,
এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী তানভীর মাহমুদ, সময় টিভির রাজবাড়ীর রিপোর্টার আশিকুর রহমান, যমুনা টিভির জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি কবির হোসেন, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, ঢাকা পোষ্টের প্রতিনিধি মীর সৌরভ সহ অন্য সাংবাদিকরা বক্তব্য দেন।

বক্তারা বলেন,সাংবাদিক নাদিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অপরাধীরা তাকে হত্যার মাধ্যমে দীর্ঘদিনের আক্রোশ মিটিয়েছে। হত্যাকাণ্ডের মূলহোতাসহ জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদকর্মীরা।

(এমজি/এসপি/জুন ১৭, ২০২৩)